Terms & Conditions

বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য যে ডকুমেন্টস লাগবে।

ফাউন্ডেশন প্রগ্রামঃ

  1. পাসপোর্ট স্ক্যান কপি (আবেদন করতে শুধু ইনফোরমেশন পেজ কিন্তু অফার লেটার আসার পর সকল পেজের স্ক্যান কপি)
  2. ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড- ৩৫*৪৫ মিলিমিটার, সাদা শার্ট বাদে অন্য কালারের সার্ট পরতে হবে)
  3.  এসএসসির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি।

ডিপ্লোমা প্রগ্রামঃ

  1. পাসপোর্ট স্ক্যান কপি (আবেদন করতে শুধু ইনফোরমেশন পেজ কিন্তু অফার লেটার আসার পর সকল পেজের স্ক্যান কপি)
  2. ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড- ৩৫*৪৫ মিলিমিটার, সাদা শার্ট বাদে অন্য কালারের সার্ট পরতে হবে)
  3.  এসএসসির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি।
  4. IELTS সার্টিফিকেট কিছু কিছু ইউনিভার্সিটি চাইতে পারে আর না থাকলেও চলবে।

ব্যাচেলর প্রগ্রামঃ

  1. পাসপোর্ট স্ক্যান কপি (আবেদন করতে শুধু ইনফোরমেশন পেজ কিন্তু অফার লেটার আসার পর সকল পেজের স্ক্যান কপি)
  2. ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড- ৩৫*৪৫ মিলিমিটার, সাদা শার্ট বাদে অন্য কালারের সার্ট পরতে হবে)
  3.  এসএসসির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি।
  4. এইচএসসি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি লাগবে।
  5. IELTS সার্টিফিকেট কিছু কিছু ইউনিভার্সিটি চাইতে পারে আর না থাকলেও চলবে।

মাস্টার্স প্রগ্রামঃ

  1. পাসপোর্ট স্ক্যান কপি (আবেদন করতে শুধু ইনফোরমেশন পেজ কিন্তু অফার লেটার আসার পর সকল পেজের স্ক্যান কপি)
  2. ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড- ৩৫*৪৫ মিলিমিটার, সাদা শার্ট বাদে অন্য কালারের সার্ট পরতে হবে।
  3. বিএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি লাগবে।
  4. IELTS সার্টিফিকেট অথবা MOI (কিছু কিছু ইউনিভার্সিটি চাইতে পারে আর না থাকলেও চলবে).
  5. সিভি.

মাস্টার্স প্রগ্রাম ( By Research):

  1. পাসপোর্ট স্ক্যান কপি (আবেদন করতে শুধু ইনফোরমেশন পেজ কিন্তু অফার লেটার আসার পর সকল পেজের স্ক্যান কপি)
  2. ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড- ৩৫*৪৫ মিলিমিটার, সাদা শার্ট বাদে অন্য কালারের সার্ট পরতে হবে।
  3. বিএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি লাগবে।
  4. IELTS সার্টিফিকেট অথবা MOI (কিছু কিছু ইউনিভার্সিটি চাইতে পারে আর না থাকলেও চলবে).
  5. সিভি.
  6. Research Proposal লাগবে (তবে কিছু ইউনিভার্সি Research Proposal  ছাড়াও ভর্তি হওয়ার সুযোগ দিয়ে থাকেন)

পি এইচ ডি প্রগ্রাম(By Research):

  1. পাসপোর্ট স্ক্যান কপি (আবেদন করতে শুধু ইনফোরমেশন পেজ কিন্তু অফার লেটার আসার পর সকল পেজের স্ক্যান কপি)
  2. ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড- ৩৫*৪৫ মিলিমিটার, সাদা শার্ট বাদে অন্য কালারের সার্ট পরতে হবে।
  3. বিএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি লাগবে।
  4. IELTS সার্টিফিকেট অথবা MOI (কিছু কিছু ইউনিভার্সিটি চাইতে পারে আর না থাকলেও চলবে).
  5. সিভি.
  6. Research Proposal লাগবে (তবে কিছু ইউনিভার্সি Research Proposal  ছাড়াও ভর্তি হওয়ার সুযোগ দিয়ে থাকেন)

শুধুমাত্র পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রোপোজাল অনুমোদন না হলে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার ইস্যু হবে না।

ছবির সাইজ হতে হবে ৩৫-৪৫ মিলিমিটার। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। ছেলেদের ক্ষেত্রে সাদা রঙের শার্ট প্রযোজ্য নয়। সাদা ছাড়া অন্য যেকোনো রঙের জামা/শার্ট ব্যবহার করতে হবে।